নাইজেরিয়ায় ২২৭ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

- আপডেট: ০২:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 29
নাইজেরিয়ার নাইজার রাজ্যের সেন্ট মেরিস ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে বন্দুকধারীরা ২১৫ জন ছাত্রী এবং ১২ জন শিক্ষকসহ মোট ২২৭ জনকে অপহরণ করেছে। গত এক সপ্তাহের মধ্যে এটি দেশটির দ্বিতীয় বৃহৎ অপহরণের ঘটনা। শনিবার (২২ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া জানিয়েছে, পাপিরি কমিউনিটির স্টে. মেরিজ নামের ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২১৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে তুলে নিয়ে যায় সশস্ত্র হামলাকারীরা। সংগঠনের নাইজার রাজ্য শাখার মুখপাত্র ড্যানিয়েল আতোরি বলেন, তিনি স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং অপহৃতদের নিরাপদ প্রত্যাবর্তনে তারা কাজ করছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ৫০টির বেশি ভবনসমৃদ্ধ একটি প্রাইমারি স্কুলও রয়েছে।
স্থানীয় বাসিন্দা দাউদা চেকুলা বলেন, তার ৭ থেকে ১০ বছর বয়সী চার নাতি-নাতনিও অপহৃতদের মধ্যে রয়েছে। কিছু শিশু পাশের বাড়িতে লুকিয়ে পালাতে সক্ষম হয়েছে। এ ছাড়া বাকিদের গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
নাইজার রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, এলাকায় হামলার আশঙ্কা নিয়ে আগেই গোয়েন্দা তথ্য ছিল। তবু অনুমতি ছাড়াই স্কুল খুলে দেওয়া হয়েছিল, যা ‘এড়ানো সম্ভব’ ঝুঁকি তৈরি করেছে। স্থানীয়রা জানিয়েছে, হামলার সময় শুধু কমিউনিটি স্বেচ্ছাসেবীরা পাহারায় ছিল।
কনটাগোরা ক্যাথলিক ডায়োসিস জানায়, হামলার সময় একজন নিরাপত্তা কর্মী গুরুতরভাবে গুলিবিদ্ধ হন।




















