১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইউএনএ নিউজ
  • আপডেট: ০১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 11

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দেশের লক্ষ লক্ষ পরিবার দৈনন্দিন রান্নার জন্য এলপি গ্যাসের ওপরে নির্ভরশীল। বিশেষ করে শহুরে পরিবারে অন্য কোন বিকল্প ব্যবস্থা করারও সুযোগ নাই। জীবন ধারণের এমন গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে গত কয়েকদিন যা হচ্ছে এবং পরিস্থিতির যে গতিপথ বোঝা যাচ্ছে তা হতাশাজনক।

গাজী আতাউর রহমান বলেন, এলপি গ্যাস আমদানী নির্ভর হওয়ায় এর সাথে বিশ্বরাজনীতির ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। পরিবর্তিত বিশ্বরাজনীতির সাথে সমন্বয় করে কৌশল নির্ধারন করা উচিৎ ছিলো। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা, অদক্ষতা বিষয়টিও খতিয়ে দেখতে হবে।

দলের মুখপাত্র বলেন, এলপি গ্যাস আমদানী, বিতরন ও বিক্রির সাথে সম্পৃক্ত পক্ষগুলো এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাঝে সমন্বয়হীনতা ও স্বার্থ কেন্দ্রিক দ্বন্দ্ব পরিস্থিতিতে এত জটিল করেছে। পুরো ব্যবস্থাপনায় নাগরিকের স্বার্থ দেখার কেউ নাই। তাই এই ক্ষেত্রে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে। যে করেই হোক জনগণের ভোগান্তি লাঘব করতেই হবে। কারো কোন কারসাজি থাকলে তা শক্তহাতে দমন করতে হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপডেট: ০১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দেশের লক্ষ লক্ষ পরিবার দৈনন্দিন রান্নার জন্য এলপি গ্যাসের ওপরে নির্ভরশীল। বিশেষ করে শহুরে পরিবারে অন্য কোন বিকল্প ব্যবস্থা করারও সুযোগ নাই। জীবন ধারণের এমন গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে গত কয়েকদিন যা হচ্ছে এবং পরিস্থিতির যে গতিপথ বোঝা যাচ্ছে তা হতাশাজনক।

গাজী আতাউর রহমান বলেন, এলপি গ্যাস আমদানী নির্ভর হওয়ায় এর সাথে বিশ্বরাজনীতির ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। পরিবর্তিত বিশ্বরাজনীতির সাথে সমন্বয় করে কৌশল নির্ধারন করা উচিৎ ছিলো। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা, অদক্ষতা বিষয়টিও খতিয়ে দেখতে হবে।

দলের মুখপাত্র বলেন, এলপি গ্যাস আমদানী, বিতরন ও বিক্রির সাথে সম্পৃক্ত পক্ষগুলো এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাঝে সমন্বয়হীনতা ও স্বার্থ কেন্দ্রিক দ্বন্দ্ব পরিস্থিতিতে এত জটিল করেছে। পুরো ব্যবস্থাপনায় নাগরিকের স্বার্থ দেখার কেউ নাই। তাই এই ক্ষেত্রে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে। যে করেই হোক জনগণের ভোগান্তি লাঘব করতেই হবে। কারো কোন কারসাজি থাকলে তা শক্তহাতে দমন করতে হবে।

শেয়ার করুন