১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১১:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 6

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার সংখ্যা, বিচারপ্রক্রিয়ার গতি ত্বরান্বিত করা ও কাজের চাপ ভাগাভাগির প্রয়োজনে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে।

এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’ হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে। এই ট্রাইব্যুনালের সদস্যরা হলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সরকারের এই সিদ্ধান্তে বিচার কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

আপডেট: ১১:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার সংখ্যা, বিচারপ্রক্রিয়ার গতি ত্বরান্বিত করা ও কাজের চাপ ভাগাভাগির প্রয়োজনে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে।

এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’ হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে। এই ট্রাইব্যুনালের সদস্যরা হলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সরকারের এই সিদ্ধান্তে বিচার কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন