মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ে ভুল ছিল আমাদের : লিটন

- আপডেট: ০১:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 8
লিটন দাস-সংগৃহীত ছবি
রেকর্ড রান করেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিপক্ষের কাছে এমন হারে সমালোচনায় বিদ্ধ হচ্ছে টাইগাররা। তবে নতুন অধিনায়ক লিটন দাস এই হারের দায় চাপালেন শারজাহর ছোট মাঠ ও শিশিরের ঘাড়ে।
সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেট ও ১ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হারাল আমিরাত আর শারজাহতে রান তাড়া করে জেতার নতুন রেকর্ডও গড়ল তারা।
তবে এত রান করেও কেন এমন হার? কারণ বোলিং ও ফিল্ডিংয়ে ছিল ঘাটতি। গুরুত্বপূর্ণ সময়গুলোতে ছন্দ হারিয়ে ফেলে বোলিং ইউনিট।
ম্যাচ শেষে হতাশ লিটন দাস বলেন, যে কোনো হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ভালো ছিল, ব্যাটিংও ভালো করেছি। শিশির ও ছোট মাঠের কারণে বোলারদের জন্য কঠিন হয়ে যায়। মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ে ভুল ছিল আমাদের।
বোলিংয়ে প্রত্যাশা মেটাতে না পারা নাহিদ রানাকে নিয়ে লিটনের মন্তব্য, তার আগের স্পেল ভালো ছিল, শেষ ওভারে আমরা আরও কিছু আশা করেছিলাম। ভালো-খারাপ দিন আসবেই, তবে আমরা এটা নিয়ে বসে আলোচনা করব।
লিটন নিজে খেলেছেন ৪০ রানের ইনিংস। ৩২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছয়। এমন মন্থর ইনিংস নিয়ে লিটনের স্বীকারোক্তি, আমার ইনিংস আপ টু দ্য মার্ক ছিল না, তবে আমি চেষ্টা করব সামনের ম্যাচে উন্নতি করার। তৃতীয় ও শেষ ম্যাচ এখন সিরিজ বাঁচানোর লড়াই লিটনদের।