বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

- আপডেট: ০৯:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 164
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতির নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : ইউএনএ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুর রাহমানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার নেত্রকোনা-কিশোরগঞ্জ মহাসড়কে আঠারবাড়ি রায়ের বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ২৩ সালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি চোরাই চিনির ট্রাক আটক করে। সেসময় থানায় একটি মামলা হয়, সেই মামলার অভিযোগ পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতির নাম না থাকার পরেও ষড়যন্ত্রমূলক ভাবে তাকে আটক করে ওই মামলায় উদ্দেশ্য প্রনোদিত হয়ে জড়িয়ে দেয় পুলিশ।
মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একেএম হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দীন ভুঞা, সাবেক ছাত্রদল নেতা মসজিদুল হক সোহেল, মিন্টু মিয়া প্রমুখ।




















