০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বাশির-হার্টলির স্পিন ঘূর্ণিতে রাঁচি টেস্টে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট: ১০:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 15

রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে বাশির ও হার্টলির নিয়ন্ত্রিত বোলিং- এ ভারত প্রথম ইনিংস ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৫৩ রানের বিপরীতে ১৩৪ রান দূরে রয়েছে স্বাগতিক ভারত।

ভারতের ইনিংসে তৃতীয় ওভারেই  অ্যান্ডারসনের দারুণ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন রোহিত শার্মা।প্রতিরোধ গড়ে তোলা জয়সওয়াল ও শুবমান গিলের জমে যাওয়া ৮২ রানের এই জুটি নিজের নবম ওভারে ভাঙেন বাশির। শুবমান গিল ৩৮ রানে আউট হলে, পরবর্তীতে থিতু হয়ে যাওয়া রাজাত পাতিদারও বাশিরের শিকার হন দলীয় ১১২ রানে। এরপর জাদেজা ব্যক্তিগত ১২ ও গত টেস্টের ডাবল শতক করা জয়সওয়াল এই দিন সর্বোচ্চ ৭৩ রানে আউট হয়। শেষদিকে হার্টলি পরপর সরফরাজ ও অশ্বিনের উইকেট নিলে দলীয় ১৭৭ রানে ৭ উইকেট হারায় ভারত।অবশেষে ২১৯ রানে দ্বিতীয় দিন শেষ করে ভারত।

স্বাগতিকদের হয়ে ৩০ রানে  জুরেল ও ১৭ রানে কুলদিপ অপরাজিত থাকে।ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করে বাশির ৪টি ও হার্টলি ২টি করে উইকেট নেন।এছাড়াও অ্যান্ডারসন ১টি করে উইকেট নেন।

প্রথম দিনে ৭ উইকেটে ৩০২ রানে শেষ করা ইংল্যান্ড দেখাশোনে খেলছিলো আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান জো রুট ও রবিনসন।

দলীয় ৩৪৭ রানে রবিনসন আউট হলে,  বেশিক্ষন স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস। অবশেষে ৩৫৩ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। রবিনসন ৫৮ ও সর্বোচ্চ ১২২ রানে অপরাজিত থাকে জো রুট। দ্বিতীয় দিন শেষে ১৩৪ রানে এগিয়ে ইংল্যান্ড।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাশির-হার্টলির স্পিন ঘূর্ণিতে রাঁচি টেস্টে এগিয়ে ইংল্যান্ড

আপডেট: ১০:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে বাশির ও হার্টলির নিয়ন্ত্রিত বোলিং- এ ভারত প্রথম ইনিংস ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৫৩ রানের বিপরীতে ১৩৪ রান দূরে রয়েছে স্বাগতিক ভারত।

ভারতের ইনিংসে তৃতীয় ওভারেই  অ্যান্ডারসনের দারুণ ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন রোহিত শার্মা।প্রতিরোধ গড়ে তোলা জয়সওয়াল ও শুবমান গিলের জমে যাওয়া ৮২ রানের এই জুটি নিজের নবম ওভারে ভাঙেন বাশির। শুবমান গিল ৩৮ রানে আউট হলে, পরবর্তীতে থিতু হয়ে যাওয়া রাজাত পাতিদারও বাশিরের শিকার হন দলীয় ১১২ রানে। এরপর জাদেজা ব্যক্তিগত ১২ ও গত টেস্টের ডাবল শতক করা জয়সওয়াল এই দিন সর্বোচ্চ ৭৩ রানে আউট হয়। শেষদিকে হার্টলি পরপর সরফরাজ ও অশ্বিনের উইকেট নিলে দলীয় ১৭৭ রানে ৭ উইকেট হারায় ভারত।অবশেষে ২১৯ রানে দ্বিতীয় দিন শেষ করে ভারত।

স্বাগতিকদের হয়ে ৩০ রানে  জুরেল ও ১৭ রানে কুলদিপ অপরাজিত থাকে।ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করে বাশির ৪টি ও হার্টলি ২টি করে উইকেট নেন।এছাড়াও অ্যান্ডারসন ১টি করে উইকেট নেন।

প্রথম দিনে ৭ উইকেটে ৩০২ রানে শেষ করা ইংল্যান্ড দেখাশোনে খেলছিলো আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান জো রুট ও রবিনসন।

দলীয় ৩৪৭ রানে রবিনসন আউট হলে,  বেশিক্ষন স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস। অবশেষে ৩৫৩ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। রবিনসন ৫৮ ও সর্বোচ্চ ১২২ রানে অপরাজিত থাকে জো রুট। দ্বিতীয় দিন শেষে ১৩৪ রানে এগিয়ে ইংল্যান্ড।

শেয়ার করুন