১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

ওএমআর মেশিনে ত্রুটি, জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 13

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে কারিগরি সমস্যা দেখা দেয় বলে নির্বাচন কমিশন জানায়। নির্ধারিত সময়ে গণনা শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পুনরায় স্থগিত করতে বাধ্য হয় কমিশন।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে যেকোনো অবস্থায় স্বচ্ছতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’

উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বসেছেন।

ভোট গণনায় বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা দেখা দেয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ওএমআর মেশিনে ত্রুটি, জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত

আপডেট: ১১:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে কারিগরি সমস্যা দেখা দেয় বলে নির্বাচন কমিশন জানায়। নির্ধারিত সময়ে গণনা শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পুনরায় স্থগিত করতে বাধ্য হয় কমিশন।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে যেকোনো অবস্থায় স্বচ্ছতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’

উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বসেছেন।

ভোট গণনায় বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা দেখা দেয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

শেয়ার করুন