নাটোর ১ আসনের লালপুরে বিএনপি’র পুতুলের গণসংযোগ

- আপডেট: ০৭:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 19
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–১ লালপুর বাগাতিপাড়া আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে লালপুর উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের সাইপাড়া এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে ব্যারিস্টার পুতুল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি নির্বাচিত হলে লালপুর ও বাগাতিপাড়া অঞ্চলের রাস্তা যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং কৃষি সহায়তা জোরদারের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বেলাল উদ্দিন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া বাড়ছে। গণসংযোগে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।



















