০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
কোপা আমেরিকায় নকআউটে নির্ধারিত ৯০ মিনিট পর টাই ম্যাচ গড়াবে টাইব্রেকারে

জাহিদ হাসান
- আপডেট: ০৮:২৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / 28
ছবি:সংগৃহীত
কোপা আমেরিকা-২০২৪ এর ফাইনাল ম্যাচ ব্যতীত নকআউট পর্বের (কোয়ার্টার,সেমি ও ৩য় স্থান) সকল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের পর টাই হলে সরাসরি ম্যাচটি টাইব্রেকারে যাবে।অর্থাৎ নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট যোগ হবে না।
কিন্তু শুধুমাত্র ফাইনালে অতিরিক্ত ৩০ মিনিটেও যদি ম্যাচ টাই হয়,তাহলে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে। আইএফএবি/ফিফা এর ২৬ ও ২৭ ধারা অনুযায়ী নিয়মটি নির্ধারিত হয়েছে।
এর ফলে বড় দলগুলো নির্ধারিত ৯০ মিনিট সময়ে গোল করতে না পারলে হার্টব্রেক টাইব্রেকারে ছোট দলগুলোর সাথে দুর্ভাগ্যবশত পরাজিত হয়ে নকআউট থেকে বাদ পরতে পারে।তাই এই সুবিধাটা কঠিন ডিফেন্স করে ছোট দলগুলো নিতে চাইবে।এই জন্য বড় দলগুলো চাইবে নির্ধারিত ৯০ মিনিটে জয় লাভ করতে।
ট্যাগ :