সবজিতে স্বস্তি, তেলের সংকট অব্যাহত

- আপডেট: ০৩:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 16
–ছবি সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে ভোক্তাদের মাঝে। বিশেষ করে শাক-সবজির দাম সপ্তাহভর ৫-১০ টাকা কমেছে, তবে চাল, তেল ও মাছের দাম এখনও চড়া রয়ে গেছে।
১৩ ডিসেম্বর শুক্রবার কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। স্থানীয় বিক্রেতাদের মতে, বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমতে পারে।
বাজারে সবজির দাম অনুযায়ী, বেগুন ৬০-৭০ টাকা, করলা ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, পটোল ৪০ টাকা, গাজর ৬০-৭০ টাকা, শিম ৪০-৫০ টাকা এবং টমেটো ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা মরিচের দামও কিছুটা কমে ৭০-৯০ টাকায় পৌঁছেছে। তবে আলু, পেঁয়াজ ও ধনেপাতার দাম যথাক্রমে ৭০-৭৫ টাকা, ৫০ টাকা এবং ৩০ টাকা রয়ে গেছে।
এদিকে, চাল, তেল ও মাছের দাম এখনও স্থির রয়েছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ। বাজারে এসব পণ্যের দাম কমানোর কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।