সাদা পাথর লুট: রাজনীতিক ও কর্মকর্তাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

- আপডেট: ০৮:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 79
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুট ও আর্থিক দুর্নীতির ঘটনায় অর্ধশতাধিক রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীর বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযানে প্রাথমিক সত্যতা মেলার পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার কমিশনের সভায় প্রস্তাব উত্থাপনের পর প্রকাশ্যে অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। দুদকের সিলেট কার্যালয়ের প্রতিবেদনে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি নেতাকর্মীসহ অন্তত ৪২ জনের নাম উঠে এসেছে। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ডের কিছু কর্মকর্তাকেও দায়ী করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোলাগঞ্জ সীমান্তের প্রায় ১৫ একরজুড়ে থাকা সাদা পাথর পর্যটন এলাকা থেকে অনুমতি ছাড়া ব্যাপকভাবে পাথর উত্তোলন চলছে। বিশেষ করে গত তিন মাসে কয়েকশ কোটি টাকার পাথর লুট হয়েছে। এতে এলাকাজুড়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
দুদকের দল সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে দেখে, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও নির্বিচারে পাথর তোলা হয়েছে। এ ঘটনায় শিগগিরই একটি অনুসন্ধান টিম গঠন করা হবে বলে জানা গেছে।




















