০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

অটোচালকের দুই চোখ খুঁচিয়ে তুলে পোড়ানো হলো আগুনে

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 134

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বর্বরতার ঘটনায় এক যুবকের হাত–পা ভেঙে দেওয়া ও দুই চোখ খুঁচিয়ে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, চোখ দুটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে পাল্টা আগুন ধরিয়ে দেয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহর আলী শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকার শফি মোল্লার ছেলে রমজান মোল্লা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন শিকদার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। সুমন ও তার সহযোগীরা রমজান মোল্লাকে বাড়ির পাশে একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে হাত–পা ভেঙে দেয় এবং চোখ উপড়ে অন্ধ করে ফেলে। এলাকাবাসী এগিয়ে এলে সুমনের সহযোগী শাহজাহানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির আহমেদ জানিয়েছেন, রমজানের দুটি চোখ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া তার দুটি হাত ও ডান পা ভেঙে গেছে।

ঢাকায় নেওয়ার আগে রমজান অভিযোগ করেন, সুমন শিকদার নিয়মিত মাদক ও জুয়ার আসর বসাত। তিনি মাঝে মাঝে পুলিশ টহলে সহযোগিতা করায় সুমন তাকে পুলিশের সোর্স ভেবে প্রতিশোধ নেয়।

এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সুমন শিকদারসহ ১০ জনের নাম উল্লেখ ও আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

থানার ওসি আহম্মেদ পারভেজ সেলিম বলেন, “ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অটোচালকের দুই চোখ খুঁচিয়ে তুলে পোড়ানো হলো আগুনে

আপডেট: ১২:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বর্বরতার ঘটনায় এক যুবকের হাত–পা ভেঙে দেওয়া ও দুই চোখ খুঁচিয়ে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, চোখ দুটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে পাল্টা আগুন ধরিয়ে দেয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহর আলী শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকার শফি মোল্লার ছেলে রমজান মোল্লা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন শিকদার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। সুমন ও তার সহযোগীরা রমজান মোল্লাকে বাড়ির পাশে একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে হাত–পা ভেঙে দেয় এবং চোখ উপড়ে অন্ধ করে ফেলে। এলাকাবাসী এগিয়ে এলে সুমনের সহযোগী শাহজাহানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির আহমেদ জানিয়েছেন, রমজানের দুটি চোখ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া তার দুটি হাত ও ডান পা ভেঙে গেছে।

ঢাকায় নেওয়ার আগে রমজান অভিযোগ করেন, সুমন শিকদার নিয়মিত মাদক ও জুয়ার আসর বসাত। তিনি মাঝে মাঝে পুলিশ টহলে সহযোগিতা করায় সুমন তাকে পুলিশের সোর্স ভেবে প্রতিশোধ নেয়।

এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সুমন শিকদারসহ ১০ জনের নাম উল্লেখ ও আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

থানার ওসি আহম্মেদ পারভেজ সেলিম বলেন, “ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শেয়ার করুন