বগুড়ায় পেট্রোল পাম্প ম্যানেজারকে হাতুড়ি দিয়ে হত্যা, কর্মচারী গ্রেপ্তার

- আপডেট: ১২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 68
বগুড়ায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ইকবাল হোসেন (৩০) নামে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম রতন (২৬) নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার।
নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুলের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরে।
ঘটনা ঘটে শনিবার রাত দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে। পরে রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
ডিবি ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর রাকিবুল স্বীকার করেছেন, শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ইকবালকে হত্যা করেন। পরে পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, পাম্প থেকে তেল চুরির মিথ্যা অভিযোগ তুলে মারধরের প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে রাকিবুল।
এদিকে সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘুমন্ত অবস্থায় ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পুলিশ ফুটেজটি জব্দ করেছে।




















