০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৩:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 40

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদের, মানবাধিকার উপকমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল, আজ ঢাকায় আসছে। এ তথ্য ইইউর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বাংলাদেশে নানা কার্যক্রমে ব্যস্ত সময় কাটাবে। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠ পর্যায়ে কর্মরত বহুপক্ষীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করার কথা রয়েছে তাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের ওপর সহিংস দমনপীড়ন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকার একটি সংস্কার প্রক্রিয়া শুরু করেছে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগসহ অন্যান্য মূল প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ইইউ এবং বাংলাদেশ একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনা ফের শুরু করেছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইইউ-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে ইউরোপীয় সংসদের প্রতিনিধি দলের এই সফর। সুশাসন ও আন্তর্জাতিক শ্রমমানসহ মানবাধিকারের উন্নতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্পর্কে আরও জানতে চাইবে দলটি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

আপডেট: ০৩:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদের, মানবাধিকার উপকমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল, আজ ঢাকায় আসছে। এ তথ্য ইইউর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বাংলাদেশে নানা কার্যক্রমে ব্যস্ত সময় কাটাবে। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠ পর্যায়ে কর্মরত বহুপক্ষীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করার কথা রয়েছে তাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের ওপর সহিংস দমনপীড়ন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকার একটি সংস্কার প্রক্রিয়া শুরু করেছে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগসহ অন্যান্য মূল প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ইইউ এবং বাংলাদেশ একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনা ফের শুরু করেছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইইউ-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে ইউরোপীয় সংসদের প্রতিনিধি দলের এই সফর। সুশাসন ও আন্তর্জাতিক শ্রমমানসহ মানবাধিকারের উন্নতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্পর্কে আরও জানতে চাইবে দলটি।

শেয়ার করুন