০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১২

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 41

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)। আহতরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘শান্তি পরিবহনের’ একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উল্টে যাওয়া বাসটির নীচে আরও একাধিক মরদেহ থাকতে পারে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১২

আপডেট: ০২:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)। আহতরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘শান্তি পরিবহনের’ একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উল্টে যাওয়া বাসটির নীচে আরও একাধিক মরদেহ থাকতে পারে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন