০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

কেন্দুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

শাহ আলী তৌফিক রিপন, কেন্দুয়া:
  • আপডেট: ০৮:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 33

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সদর বাজারে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে সদর বাজারের ৬টি ফার্মেসী পরিদর্শন করা হয়।

পরিদর্শনে তিনটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ানের স্যাম্পল বিক্রি ও অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। দত্ত ফার্মেসিকে ৫ হাজার টাকা, বদরুর ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আনোয়ার ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়েছে।

অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা রক্ষা এবং মিষ্টির প্যাকেটের ওজন সঠিকতা মনিটরিং করা হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ টিম সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেন্দুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

আপডেট: ০৮:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সদর বাজারে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে সদর বাজারের ৬টি ফার্মেসী পরিদর্শন করা হয়।

পরিদর্শনে তিনটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ানের স্যাম্পল বিক্রি ও অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। দত্ত ফার্মেসিকে ৫ হাজার টাকা, বদরুর ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং আনোয়ার ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়েছে।

অভিযান চলাকালীন বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণ, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা রক্ষা এবং মিষ্টির প্যাকেটের ওজন সঠিকতা মনিটরিং করা হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ টিম সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।”

শেয়ার করুন