০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

পর্যটননগরী গড়ার পথে তেঁতুলিয়ায় অভিযান

বদরুদ্দোজা প্রধান ,পঞ্চগড়
  • আপডেট: ০৬:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 14

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটননগরী গড়ার উদ্যোগের অংশ হিসেবে সড়কের দু’ধারে থাকা বালু ও পাথর অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহিন খসরুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), হাইওয়ে পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

সকালে সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়ার জনপ্রিয় পর্যটন স্পট ডাকবাংলো পিকনিক কর্নার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত মহাসড়কের দুই পাশে থাকা বালু ও পাথরের স্তুপ ভেকু মেশিন দিয়ে সরানো হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ অভিযান চলছে। এর আগে ব্যবসায়ীদের অবৈধভাবে সড়কের পাশে নির্মাণসামগ্রী না রাখতে মৌখিকভাবে সতর্ক করা হলেও অনেকে তা মানেননি। ফলে প্রশাসন এবার মাঠে নেমেছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে সড়ক আইন অনুযায়ী জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, হাইওয়ে পুলিশের এসআই শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, হেল্প সোসাইটি, শাপলা ব্লাড ফাউন্ডেশন, তেঁতুলিয়া রক্তযোদ্ধা ও রক্তদান, তারুণ্য, ঐক্য, সীমান্ত ব্লাড সোসাইটি, উৎস, জাগ্রত তেঁতুলিয়া ও তেঁতুলিয়া ব্লাড সোসাইটি’র সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি। ব্যবসায়ীরা যাতে নিয়ম মেনে নির্মাণসামগ্রী সংরক্ষণ করেন, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। নিয়ম ভাঙলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন বলেন, আমরা চাই তেঁতুলিয়া পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় হোক। এজন্য রাস্তার পাশে থাকা বালু-পাথর সরানো হচ্ছে, যাতে দুর্ঘটনা কমে। প্রথম ধাপে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনও প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু অভিযান নয়, মানুষের অভ্যাসে পরিবর্তন আনা। আমরা যদি সবাই দায়িত্বশীল হই, তাহলে তেঁতুলিয়ার সড়ক হবে দুর্ঘটনামুক্ত, আর তেঁতুলিয়া সত্যিকারের পর্যটননগরী হয়ে উঠবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পর্যটননগরী গড়ার পথে তেঁতুলিয়ায় অভিযান

আপডেট: ০৬:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটননগরী গড়ার উদ্যোগের অংশ হিসেবে সড়কের দু’ধারে থাকা বালু ও পাথর অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহিন খসরুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), হাইওয়ে পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

সকালে সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়ার জনপ্রিয় পর্যটন স্পট ডাকবাংলো পিকনিক কর্নার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত মহাসড়কের দুই পাশে থাকা বালু ও পাথরের স্তুপ ভেকু মেশিন দিয়ে সরানো হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ অভিযান চলছে। এর আগে ব্যবসায়ীদের অবৈধভাবে সড়কের পাশে নির্মাণসামগ্রী না রাখতে মৌখিকভাবে সতর্ক করা হলেও অনেকে তা মানেননি। ফলে প্রশাসন এবার মাঠে নেমেছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে সড়ক আইন অনুযায়ী জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, হাইওয়ে পুলিশের এসআই শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, হেল্প সোসাইটি, শাপলা ব্লাড ফাউন্ডেশন, তেঁতুলিয়া রক্তযোদ্ধা ও রক্তদান, তারুণ্য, ঐক্য, সীমান্ত ব্লাড সোসাইটি, উৎস, জাগ্রত তেঁতুলিয়া ও তেঁতুলিয়া ব্লাড সোসাইটি’র সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি। ব্যবসায়ীরা যাতে নিয়ম মেনে নির্মাণসামগ্রী সংরক্ষণ করেন, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। নিয়ম ভাঙলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন বলেন, আমরা চাই তেঁতুলিয়া পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় হোক। এজন্য রাস্তার পাশে থাকা বালু-পাথর সরানো হচ্ছে, যাতে দুর্ঘটনা কমে। প্রথম ধাপে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনও প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু অভিযান নয়, মানুষের অভ্যাসে পরিবর্তন আনা। আমরা যদি সবাই দায়িত্বশীল হই, তাহলে তেঁতুলিয়ার সড়ক হবে দুর্ঘটনামুক্ত, আর তেঁতুলিয়া সত্যিকারের পর্যটননগরী হয়ে উঠবে।

শেয়ার করুন