০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় ১ ডিসেম্বর

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৪:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 29

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব এবং সাবেক প্রতিমন্ত্রীসহ আরও অনেকে। এসব আসামিদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়,ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা ১০ কাঠা জমির একটি প্লট বরাদ্দ নেন। এই অভিযোগের পর দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন।

পরে তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এ বছরের ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বিচার চলাকালে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।সব যুক্তিতর্ক শেষে এখন রায় ঘোষণার অপেক্ষা। আগামী ১ ডিসেম্বর জানা যাবে এই আলোচিত মামলার পরিণতি।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় ১ ডিসেম্বর

আপডেট: ০৪:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব এবং সাবেক প্রতিমন্ত্রীসহ আরও অনেকে। এসব আসামিদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়,ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা ১০ কাঠা জমির একটি প্লট বরাদ্দ নেন। এই অভিযোগের পর দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন।

পরে তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এ বছরের ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বিচার চলাকালে মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।সব যুক্তিতর্ক শেষে এখন রায় ঘোষণার অপেক্ষা। আগামী ১ ডিসেম্বর জানা যাবে এই আলোচিত মামলার পরিণতি।

 

শেয়ার করুন