০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 15

হাইকোর্ট ভবন 

জাতীয় সংসদ সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন আজ হাইকোর্টে রিটটি করেছেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। আর জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান এই রিটে স্থগিত চাওয়া হয়েছে।

দাবি করা হয়েছে, নির্বাচনে নিবন্ধিত দলগুলোর ভোটাররা যদি জোটভুক্ত হয়, তবে তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে এই বিধানটি বাতিল করার জন্য। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করে। নতুন বিধান অনুযায়ী, জোটভুক্ত দলগুলোর ভোটাররা শুধুমাত্র নিজ দলের প্রতীকে ভোট দিতে পারবেন। এর আগে জোটের অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ ছিল। এই সিদ্ধান্তের খসড়া ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছিল।

নতুন বিধান নিয়ে বিএনপি এবং কিছু ছোট দলের আপত্তি থাকলেও, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাদেশ কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট: ০৮:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

হাইকোর্ট ভবন 

জাতীয় সংসদ সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন আজ হাইকোর্টে রিটটি করেছেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। আর জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান এই রিটে স্থগিত চাওয়া হয়েছে।

দাবি করা হয়েছে, নির্বাচনে নিবন্ধিত দলগুলোর ভোটাররা যদি জোটভুক্ত হয়, তবে তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে এই বিধানটি বাতিল করার জন্য। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করে। নতুন বিধান অনুযায়ী, জোটভুক্ত দলগুলোর ভোটাররা শুধুমাত্র নিজ দলের প্রতীকে ভোট দিতে পারবেন। এর আগে জোটের অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ ছিল। এই সিদ্ধান্তের খসড়া ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছিল।

নতুন বিধান নিয়ে বিএনপি এবং কিছু ছোট দলের আপত্তি থাকলেও, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাদেশ কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।

শেয়ার করুন