০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 17

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল ৬.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের তীব্রতায় জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও প্রাথমিক প্রতিবেদনে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে মাত্র ৯২ কিলোমিটার দূরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে অবস্থিত।

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম তার সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে একটি সংবাদ ব্রিফিংয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ ভূমিকম্পের সতর্কবার্তা বা অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত সাংবাদিকসহ অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এই ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেসিডেন্ট পুনরায় ব্রিফিংয়ে ফিরে আসেন।

সংবাদ সম্মেলনে ফিরে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানান যে, তিনি ভূমিকম্পের পরপরই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে ইতিমধ্যে পুরো দেশে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি স্বস্তির সঙ্গে জানান যে, এখন পর্যন্ত রাজধানী মেক্সিকো সিটি বা গুয়েরেরোসহ দেশের অন্য কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মেক্সিকোর ভৌগোলিক অবস্থান অত্যন্ত সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্পের কবলে পড়ে, তবে এবারের ঘটনায় বড় কোনো বিপদ না ঘটায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

আপডেট: ১১:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল ৬.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের তীব্রতায় জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও প্রাথমিক প্রতিবেদনে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে মাত্র ৯২ কিলোমিটার দূরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে অবস্থিত।

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম তার সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে একটি সংবাদ ব্রিফিংয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ ভূমিকম্পের সতর্কবার্তা বা অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত সাংবাদিকসহ অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। এই ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেসিডেন্ট পুনরায় ব্রিফিংয়ে ফিরে আসেন।

সংবাদ সম্মেলনে ফিরে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানান যে, তিনি ভূমিকম্পের পরপরই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে ইতিমধ্যে পুরো দেশে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি স্বস্তির সঙ্গে জানান যে, এখন পর্যন্ত রাজধানী মেক্সিকো সিটি বা গুয়েরেরোসহ দেশের অন্য কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মেক্সিকোর ভৌগোলিক অবস্থান অত্যন্ত সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্পের কবলে পড়ে, তবে এবারের ঘটনায় বড় কোনো বিপদ না ঘটায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন