আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

- আপডেট: ০৮:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 18
সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপু (৫৪) মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এ বন্দি ছিলেন।
মৃত শিপু গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ঠিকাদার মো. রফিক উদ্দিনের ছেলে।
কাশিমপুর কারাগারের জেলার মো. আবুল হোসেন জানান, শিপু দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শিপু গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০৪ সালে আহসানউল্লাগ মাস্টার খুন হলে গ্রেপ্তার হন শিপু। তার পর থেকে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।




















