০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 5

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের পেছনের দুটি কোচ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালে পেছনের কোচগুলোর সংযোগস্থলের হুক বা জয়েন্ট খুলে যায়। এতে গ ও ঘ নম্বর দুটি বগি মূল ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। বিষয়টি দ্রুত নজরে আসায় রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন কোচ দুটি পুনরায় সংযুক্ত করেন। কিছু সময় পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। টঙ্গী–ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় ওই সময় বিকল্প লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। ফলে এ রুটে বড় ধরনের কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) এস আই নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কীভাবে কোচ বিচ্ছিন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

আপডেট: ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের পেছনের দুটি কোচ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালে পেছনের কোচগুলোর সংযোগস্থলের হুক বা জয়েন্ট খুলে যায়। এতে গ ও ঘ নম্বর দুটি বগি মূল ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। বিষয়টি দ্রুত নজরে আসায় রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন কোচ দুটি পুনরায় সংযুক্ত করেন। কিছু সময় পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। টঙ্গী–ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় ওই সময় বিকল্প লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। ফলে এ রুটে বড় ধরনের কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) এস আই নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কীভাবে কোচ বিচ্ছিন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন