মধুপুরে গভীর রাতে কম্বল বিতরন করলেন ইউএনও

- আপডেট: ০৯:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 11
টাঙ্গাইলের মধুপুরে গভীর রাতের বিভিন্ন বাজারে ও দোকান পাটে ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। কাউকে না জানিয়ে হঠাৎ শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
রবিবার (৪জানুয়ারি) গভীর রাতে মধুপুর উপজেলার আলোকদিয়া, লাউফুলা, চাপড়ী, কুড়ালিয়া, রানিয়াদ, আকাশী ফুলবাড়ি, পৌরসভার সহ নানা জায়গায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল ব্যক্তিদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।
কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী খেটে খাওয়া শীতার্ত মানুষ। শীতের তীব্রতা একটু লাঘব যাতে হয় তার জন্যই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে এ কাজ করছেন।প্রচন্ড কনকনে এই শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র কম্বল দেখে ছিন্নমূল , অসহায় দুঃস্থ মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, গত কয়েক দিন যাবৎ শীতের তীব্র বেশি হওয়ায় ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে তাদের গায়ে এটি জড়িয়ে দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা আইসিটি অফিসার আবরারুল হক, উপস্থিত ছিলেন।




















