১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 2

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে আদালত আসামিদের মধ্যে পলাতক থাকা ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় এ অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই অভিযোগপত্রের ওপর শুনানি শেষে আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

গত সোমবার এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে ৩৬ জনকে আসামি ও ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলার মধ্যে এটি দুদকের প্রথম অভিযোগপত্র।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোকাররম হোসাইন বলেন, ‘অভিযোগপত্রভুক্ত ৩৬ আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে।’

এর আগে, গত ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক কর্মকর্তা মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ মামলাটি করেছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট: ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে আদালত আসামিদের মধ্যে পলাতক থাকা ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় এ অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই অভিযোগপত্রের ওপর শুনানি শেষে আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

গত সোমবার এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে ৩৬ জনকে আসামি ও ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলার মধ্যে এটি দুদকের প্রথম অভিযোগপত্র।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোকাররম হোসাইন বলেন, ‘অভিযোগপত্রভুক্ত ৩৬ আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে।’

এর আগে, গত ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক কর্মকর্তা মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ মামলাটি করেছিলেন।

শেয়ার করুন