অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে বিক্ষোভ

- আপডেট: ০৭:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 8
পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে মানববন্ধন-ছবি : ইউএনএ
পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে ফ্যসিস্টদের দোসর আখ্যা দিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন।
এর আগে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ ছাত্রীরা। সকাল সাড়ে দশটার দিকে পঞ্চগড় শহীদ মিনারের সামনে মানববন্ধন শুরু করেন এক পর্যায়ে ছাত্রীরা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। পরে বিভিন্ন যানবাহন আটকা পড়লে সাধারণ মানুষের আটকে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অনুরোধে অবরোধ তুলে নেন। পরে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে কলেজে ফিরে যায় শিক্ষার্থীরা।
মূলত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলওয়ার হোসেন প্রধানকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেন। তারই প্রতিবাদে মানববন্ধন করেন ছাত্রীরা।
ছাত্রীদের দাবি দেলওয়ার হোসেন ফ্যাসিস্ট হাসিনার দোসর । তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যক্ষ থাকাকালীন অনিয়ম, দুর্নীতি করেছেন। ছাত্রীদের দাবি অতিদ্রুত দেলওয়ার হোসেনের পদায়ন বাতিল করে নতুন অধ্যক্ষ নিয়োগ দিতে হবে।
এদিকে অধ্যক্ষ হিসেবে দেলওয়ার প্রধানকে পদায়ন করার খবরে কলেজটির প্রভাষক এবং ছাত্রীদের মাঝে অসন্তোষ দেখা দেন। সোমবার বিকেলে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ তার কক্ষে সাংবাদিকদের ডেকে নিয়ে অসন্তোষের কথা জানান। তিনি এই কলেজের প্রভাষক এবং ছাত্রীরা দেলওয়ার হোসেনকে পদায়ন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।