১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে ধান্ধাবাজি ও চেতনাবাজির রাজনীতি বন্ধ করুন : নুর

ইউএনএ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • আপডেট: ১২:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 5

গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখছেন নুরুল হক নুর -ছবি : ইউএনএ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই বিপ্লব নিয়ে ধান্ধাবাজি ও চেতনাবাজির রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি (প্রধান উপদেষ্টা) আল্লাহর ওয়াস্তে এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পড়ে জনগণ ও রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না।

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাওঘাট এলাকায় দলটির জেলা ও উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয়নি। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে তারা যে বিভ্রান্ত ছড়িয়েছে যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তারা অল্প বয়সে নেতা হয়।

আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও এ ধরনের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে।

নুর আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে কতিপয় ছাত্র যুবক তরুণরা দেশে বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। তারা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। তবে ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য বিনষ্টকারী ও বিভাজন সৃষ্টিকারী ওইসব তরুণ নেতাকে সংযত হওয়ার নির্দেশ দিয়ে বিচক্ষণতার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

এ অবস্থায় দেশের জনগণ ও রাজনৈতিক দল থেকে দূরে সরে না গিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের এই পরিস্থিতিতে আপনি যদি সমস্যা বোধ করেন বা রাষ্ট্র পরিচালনাকে চ্যালেঞ্জ মনে করেন তাহলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ডাকেন। তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

আজকে যদি সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন না করে তাহলে এই সরকার টিকতে পারবে না। কিন্তু আমরা তো সবাই আপনাকে সহযোগিতা করার জন্য রেডি আছি। কিন্তু আপনি আল্লাহর ওয়াস্তে এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পড়ে জনগণ ও রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না।

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার অবহেলার বিষয়ে প্রশ্ন তুলে নুর বলেন, জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেতো না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে? এর কারণ কী?

গণঅধিকার পরিষদের জেলা দফতর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুলাই বিপ্লব নিয়ে ধান্ধাবাজি ও চেতনাবাজির রাজনীতি বন্ধ করুন : নুর

আপডেট: ১২:৪৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখছেন নুরুল হক নুর -ছবি : ইউএনএ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই বিপ্লব নিয়ে ধান্ধাবাজি ও চেতনাবাজির রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি (প্রধান উপদেষ্টা) আল্লাহর ওয়াস্তে এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পড়ে জনগণ ও রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না।

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাওঘাট এলাকায় দলটির জেলা ও উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয়নি। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে তারা যে বিভ্রান্ত ছড়িয়েছে যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তারা অল্প বয়সে নেতা হয়।

আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও এ ধরনের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে।

নুর আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে কতিপয় ছাত্র যুবক তরুণরা দেশে বিশৃঙ্খল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। তারা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। তবে ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য বিনষ্টকারী ও বিভাজন সৃষ্টিকারী ওইসব তরুণ নেতাকে সংযত হওয়ার নির্দেশ দিয়ে বিচক্ষণতার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

এ অবস্থায় দেশের জনগণ ও রাজনৈতিক দল থেকে দূরে সরে না গিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের এই পরিস্থিতিতে আপনি যদি সমস্যা বোধ করেন বা রাষ্ট্র পরিচালনাকে চ্যালেঞ্জ মনে করেন তাহলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ডাকেন। তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

আজকে যদি সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন না করে তাহলে এই সরকার টিকতে পারবে না। কিন্তু আমরা তো সবাই আপনাকে সহযোগিতা করার জন্য রেডি আছি। কিন্তু আপনি আল্লাহর ওয়াস্তে এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পড়ে জনগণ ও রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না।

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার অবহেলার বিষয়ে প্রশ্ন তুলে নুর বলেন, জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেতো না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে? এর কারণ কী?

গণঅধিকার পরিষদের জেলা দফতর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

শেয়ার করুন