কুমিল্লাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো বরিশাল

- আপডেট: ০৮:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 28
আজ ডু অর ডাই ম্যাচে প্লে-অফের টিকেট নিশ্চিত করতে কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল।
প্রথমে টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় বরিশাল।এদিন শুরুতে লিটন দাসের সাথে ওপেনিং করা সুনীল নারিন ১৮ বলে ১৬ রান করে প্যাভিলিয়ানে ফিরে যান।
এর কিছুক্ষন পরে দলীয় ৩৮ রানে লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। এদিন লিটন ১২ বলে ১২ রান করেন। মাঝপথে তৌহিদ হৃদয় ও মঈন আলির ৩৬ রানের জুটি কিছুটা চাপ সামাল দেয় কুমিল্লা।কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কুমিল্লাকে ৮ উইকেটে ১৪০ রানে আাটকে ফেলে বরিশাল। অবশ্য শেষ দিকে জাকির আলির ১৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস কুমিল্লার ১৪০ রানের স্কোরে বড় অবদান রাখে। এছাড়াও হৃদয় ২৬ বলে ২৫, মঈন আলি ২২ বলে ২৩ এবং আন্দ্রে রাসেল ১১ বলে ১৪ রান করে।বরিশালের হয়ে সাইফুদ্দিন ও ম্যাকয় ২ টি করে এবং তাইজুল ৩ করে উইকেট নেন।
১৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ১০ রানের মাথায় শেহজাদের উইকেট হারালেও কাইল মেয়ার্স কে সাথে নিয়ে ৬৪ রানে জুটি গড়েন তামিম ইকবাল। মেয়ার্স ২৫ রানে ফিরলেও তামিম তার স্বভাবসুলভ ব্যাটিং এ দলকে এগিয়ে নিয়ে যেতে খাকে। দলীয় ১২২ রানের মাথায় তামিম ৪৮ বলে ৬৬ রানে আউট হলেও বরিশাল তখন জয় থেকে ১৯ রান দূরে।
শেষ দিকে মুশফিকের ২৪ বলে ১৭, মাহমুউল্লাহর ১১ বলে ১২ ও সৌম্যর ৬ রানে জয় লাভের মাধ্যমে প্লে-অফ নিশ্চিত করে বরিশাল। কুমিল্লার হয়ে রাসেল ও এনামুল ১ টি করে এবং মুশফিক হাসান ২ টি করে উইকেট নেন।বরিশালের হয়ে তামিম ইকবাল প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এই দিকে কুমিল্লা ২ নাম্বার পজিশনে থেকে আগেই প্লে-অফ নিশ্চিত করে।প্লে-অফের ৪ টি দল নিশ্চিত হওয়ায় খুলনা ও সিলেটের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।