০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
রাজধানী বাড্ডায় কাঠের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
- আপডেট: ১০:১৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 17
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে এখানকার একটি স-মিলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত ১০-১২টি দোকান পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে। প্রাথমিকভাবে আগুন লাগার কারন এখনো জানা যায়নি।
ট্যাগ :