০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট: ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 9

পঞ্চগড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করে। ছবি : ইউএনএ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সারাদেশের মতো পঞ্চগড়েও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, রোগীর চিকিৎসা নিশ্চিত করতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা প্রতিদিন সরাসরি দায়িত্ব পালন করেন। নমুনা সংগ্রহ, ল্যাব পরীক্ষণ, রিপোর্ট প্রস্তুত, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই পরিচালনা, ওষুধ সংরক্ষণ ও সরবরাহসহ প্রতিটি ধাপে তাদের সক্রিয় ভূমিকা থাকে। স্বাস্থ্যঝুঁকিতে কাজ করলেও তারা বহুদিন ধরে বেতন ও গ্রেড–বৈষম্যের শিকার।

তাদের অভিযোগ, অন্যান্য ডিপ্লোমাধারী সরকারি কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীসহ ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে সেই সমতা বজায় রাখা হয়নি। একই দক্ষতা ও দায়িত্ব পালন সত্ত্বেও তাদের বেতন-গ্রেড ও পদোন্নতিতে বৈষম্য রয়ে গেছে।

বক্তারা সতর্ক করে বলেন, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের ভাষায়, স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে আমরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করি। আমাদের দক্ষতা ও ঝুঁকি বিবেচনায় ১০ম গ্রেড বাস্তবায়ন এখন জরুরি।তারা আরও বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হলে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে এবং কর্মপরিবেশে নতুন উদ্যম সৃষ্টি হবে।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট বি কে দাস, ল্যাব টেকনোলজিস্ট লাভলী খাতুন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট অজয় কুমার সরকার, ডেন্টাল টেকনোলজিস্ট আব্দুল্লাহ আল মামুন, রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের অসংখ্য টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্টাফ ও কর্মকর্তা

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আপডেট: ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করে। ছবি : ইউএনএ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সারাদেশের মতো পঞ্চগড়েও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, রোগীর চিকিৎসা নিশ্চিত করতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা প্রতিদিন সরাসরি দায়িত্ব পালন করেন। নমুনা সংগ্রহ, ল্যাব পরীক্ষণ, রিপোর্ট প্রস্তুত, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই পরিচালনা, ওষুধ সংরক্ষণ ও সরবরাহসহ প্রতিটি ধাপে তাদের সক্রিয় ভূমিকা থাকে। স্বাস্থ্যঝুঁকিতে কাজ করলেও তারা বহুদিন ধরে বেতন ও গ্রেড–বৈষম্যের শিকার।

তাদের অভিযোগ, অন্যান্য ডিপ্লোমাধারী সরকারি কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীসহ ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে সেই সমতা বজায় রাখা হয়নি। একই দক্ষতা ও দায়িত্ব পালন সত্ত্বেও তাদের বেতন-গ্রেড ও পদোন্নতিতে বৈষম্য রয়ে গেছে।

বক্তারা সতর্ক করে বলেন, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের ভাষায়, স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে আমরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করি। আমাদের দক্ষতা ও ঝুঁকি বিবেচনায় ১০ম গ্রেড বাস্তবায়ন এখন জরুরি।তারা আরও বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হলে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে এবং কর্মপরিবেশে নতুন উদ্যম সৃষ্টি হবে।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট বি কে দাস, ল্যাব টেকনোলজিস্ট লাভলী খাতুন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট অজয় কুমার সরকার, ডেন্টাল টেকনোলজিস্ট আব্দুল্লাহ আল মামুন, রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের অসংখ্য টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্টাফ ও কর্মকর্তা

শেয়ার করুন