বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

- আপডেট: ০৮:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 42
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে দেশের সর্বপ্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা কর্তৃক ক্যান্সার সচেতনতামূলক এক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের বিশ্ব ক্যান্সার দিবসের স্লোগান হলোঃ ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’। এই স্লোগানটি সমাজের সকল স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। স্বাস্থ্যখাতে বলিষ্ঠ নেতৃবৃন্দের, নীতিনির্ধারকদের এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের একই সারিতে নিয়ে এসে ক্যান্সারের বিরুদ্ধে উদ্ভাবনী কৌশল আনয়ন ও বিনিয়োগে আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য। স্বাস্থ্যখাতে শ্রেণী বৈষম্য দূর করে সকলের জন্য মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবাগুলো নিশ্চিত করার প্রয়াসে নীতি-নির্ধারকদের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ এবং চেয়ারপার্সনের ভূমিকায় ছিলেন এভারকেয়ার হসপিটালসের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডাঃ আরিফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দীন ফারুক, বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের সভাপতি প্রফেসর ডাঃ কাজী মুশতাক হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ চন্দ্র সিংহ রায়, ঢামেকের হেমাটোলজী বিভাগের অধ্যাপক ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজী বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মো: ইসমাইল হোসেন, চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, এবং বায়োমেড মলিকিউলার ডায়াগনস্টিকস-এর সিইও অধ্যাপক ডাঃ তাসনীম আরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ, ডাঃ ফেরদৌস শাহরিয়ার সাঈদ, ডাঃ বিশ্বজিৎ ভট্টাচার্য, অধ্যাপক ডাঃ রাজু তিতাস চাকো, ডাঃ আরমান রেজা চৌধুরী, অধ্যাপক ডাঃ রায়হান হোসাইন, অধ্যাপক ব্রি.জে. (অব.) ডাঃ এস. এম. মাহবুবুল আলম, ডাঃ মিজানুর রহমান, এভারকেয়ার হসপিটালসের চিফ মার্কেটিং অফিসার ভিনয় কাউল সহ প্রমুখ।
অনুষ্ঠানে তারা ক্যান্সার সচেতনতা এবং চিকিত্সার অগ্রগতিতে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র পরিচর্যা ও প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়।
এভারকেয়ার হসপিটাল ঢাকা দেশের মাটিতে দিচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, পেইন ও পালিয়াটিভ কেয়ারসহ বিভিন্ন বিস্তৃত পরিসেবা। এখানে অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষ দল রয়েছে, যারা ক্যান্সারের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানে সর্বদা নিয়োজিত।