টালিউড সিনেমায় তারিন

- আপডেট: ০৭:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / 33
ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। তার এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হলো। ‘এটা আমাদের গল্প’ শিরোনামের সিনেমাটি গত ২৬ এপ্রিল (শুক্রবার) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণ করেন মানসী সিনহা।
এই অভিনেত্রী প্রায় তিন দশক ধরে টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন। এ ছাড়া নৃত্যশিল্পী হিসেবেও সুখ্যাতি আছে তার। গত বছর ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।
তারিন জানান, ‘অনেক আগে বাংলাদেশে একবার এসেছিলেন মানসী দিদি। তখনই তার সঙ্গে প্রথম দেখা। পরবর্তী সময়ে তার ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেন। গল্প আমার পছন্দ হয়ে যায় এবং কাজটি করি। কলকাতায় অভিনয় ও সিনেমার প্রচারে খুব ভালো সময় কাটিয়েছি। কারণ, এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা।
‘এটা আমাদের গল্প’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। তারিন এখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে। চরিত্রের নাম মিসেস বসু।
তারিনের পাশাপাশি এই সিনেমায় খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখ অভিনয় করেছেন।