০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ০৬:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / 15

ফাইল ছবি

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার জোড়া অর্ধশতকে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেঁচে গেলেন সফরকারীরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই অবশ্য সাকিব আল হাসানের ঘূর্ণিতে আউট হয়ে যান তাদিওয়ানাসে মারুমানি। ৭ বলে ১ রান করেন তিনি। যদিও জিম্বাবুয়ের দলীয় রান ছিল তখন ৩৮। এরপরই ব্রায়ান বেনেত এবং সিকান্দার রাজা মিলে ৭৫ রানের জুটি তৈরি করেন। এই জুটিই জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসে।

তাদিওয়ানাশে মারুমানির বিদায়ের পর সিকান্দার রাজাকে নিয়ে জুটি গড়েন ব্রায়ান বেনেট। সিকান্দার রাজাকে নিয়েই তাণ্ড চালাতে থাকেন। তাণ্ডব চালিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তিনি ৩৬ বলে তুলে নেন অর্ধশতক। এই ‍জুটিতে ভর করে ১৩ ওভার ২ বলেই দলীয় শতক তুলে নেয় সফরকারীরা। অবশেষে এই জুটিকে থামান মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৪৯ বলে ৭০ রান করা ব্রায়ান বেনেট। তার বিদায়ে ভাঙে ৭৫ রানের জুটি।

ব্রায়ান বেনেট ফিরে গেলেও জয় পেতে কোনো সমস্যাই হয়নি জিম্বাবুয়ের। জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন সিকান্দার রাজা। ব্রায়ান বেনেটের পর তিনিও তুলে নেন অর্ধশতক। রাজা-ক্যাম্পবেলের ২০ বলে ৪৫ রানের জুটিতে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।

এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আজও ব্যর্থতায় মোড়া ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও অষ্টম টি-টোয়েন্টিতে ফিফটি করেন রিয়াদ। শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। জাকের আলি অনিক ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

 

 

 

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে

আপডেট: ০৬:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ফাইল ছবি

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার জোড়া অর্ধশতকে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেঁচে গেলেন সফরকারীরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই অবশ্য সাকিব আল হাসানের ঘূর্ণিতে আউট হয়ে যান তাদিওয়ানাসে মারুমানি। ৭ বলে ১ রান করেন তিনি। যদিও জিম্বাবুয়ের দলীয় রান ছিল তখন ৩৮। এরপরই ব্রায়ান বেনেত এবং সিকান্দার রাজা মিলে ৭৫ রানের জুটি তৈরি করেন। এই জুটিই জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসে।

তাদিওয়ানাশে মারুমানির বিদায়ের পর সিকান্দার রাজাকে নিয়ে জুটি গড়েন ব্রায়ান বেনেট। সিকান্দার রাজাকে নিয়েই তাণ্ড চালাতে থাকেন। তাণ্ডব চালিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তিনি ৩৬ বলে তুলে নেন অর্ধশতক। এই ‍জুটিতে ভর করে ১৩ ওভার ২ বলেই দলীয় শতক তুলে নেয় সফরকারীরা। অবশেষে এই জুটিকে থামান মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৪৯ বলে ৭০ রান করা ব্রায়ান বেনেট। তার বিদায়ে ভাঙে ৭৫ রানের জুটি।

ব্রায়ান বেনেট ফিরে গেলেও জয় পেতে কোনো সমস্যাই হয়নি জিম্বাবুয়ের। জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন সিকান্দার রাজা। ব্রায়ান বেনেটের পর তিনিও তুলে নেন অর্ধশতক। রাজা-ক্যাম্পবেলের ২০ বলে ৪৫ রানের জুটিতে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।

এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে আজও ব্যর্থতায় মোড়া ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও অষ্টম টি-টোয়েন্টিতে ফিফটি করেন রিয়াদ। শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান। জাকের আলি অনিক ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

 

 

 

 

শেয়ার করুন