১৪ দলে আর দূরত্ব থাকবে না: ওবায়দুল কাদের

- আপডেট: ১২:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 19
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা থাকবে না। বৃহস্পতিবার রাতে গণভবনে ১৪ দলের সভা থেকে বেরিয়ে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাড়ে ৩ ঘণ্টা সবার বক্তব্য শুনেছেন। যার যা বলার সবাই বিস্তারিত বলেছেন। এতে ১৪ দলের যে দূরত্বের কথাটা বলা হয়, সেটা আর থাকবে না।
“১৪ দল নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রারম্ভিক বক্তব্যে সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন। বৈঠকে অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছেন।”
আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক কাদের বলেন, “১৪ দলের সবাই গাইডলাইন চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলকে নিজেদের দলগুলোকে আরও সংগঠিত করা, নিজেদের দলগুলোকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তোলা- এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন।
“১৪ দলকে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মানবতাবোধকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।