আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

- আপডেট: ০৫:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / 17
বিশ্বকাপ মিশন শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আগামী কাল থেকে পর্দা উঠতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর।বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো।বাংলাদেশও বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের বিপক্ষে একমাত্র প্রস্তুত ম্যাচ খেলবে আজ।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি ছাড়াও স্টার স্পোর্টস ম্যাচটি সম্প্রচার করবে।দু’দল বিশ্বকাপে আগে টিম কম্বিনেশন ও সেরা একাদশ সাজানোর জন্য গুরুত্বপূর্ণ ভাবে নিবে আজকের ম্যাচটি।এছাড়াও যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে শেষ মুহূর্তে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করবে উভয় দল।
সদ্য আইপিএল খেলে আসা ভারতীয়রা আছে ভালোই ছন্দে। আর এদিকে কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে ২-১ সিরিজ হেরে অনেকটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস খুজে পেয়েছে টিম বাংলাদেশ।
আজকের ম্যাচটি আইসিসির আয়োজিত প্রস্তুতি ম্যাচ হলেও তা স্বীকৃত ম্যাচ হিসেবে বিবেচিত হবেনা।অর্থাৎ ম্যাচের ফলাফল টি-২০ রেকর্ড পরিসংখ্যানে যোগ হবেনা।