০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

গ্রুপ পর্ব শেষে ইউরোর শেষ ষোলোয় কারা উঠলো

জাহিদ হাসান
  • আপডেট: ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / 27

ছবি:সংগৃহীত 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের এবারের আসরের  গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে ১৬টি দল নক আউট পর্বে উঠলো; এদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে জার্মানি, স্পেন, ইংল্যান্ড, অস্ট্রিয়া,রোমানিয়া ও পর্তুগাল।আর গ্রুপ রানারআপ হয়ে উঠেছে সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ক। আর শেষ ষোলোয়ের বাকি ৪ দল নির্ধারিত হয়েছে ৬টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা ৬টি দলের  পয়েন্ট ও গোল ব্যবধানের উপর ভিত্তি করে।সে হিসেবে বাকি ৪ টি দল হলো স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া ও জর্জিয়া।

যার ফলে বি-গ্রুপের তৃতীয় স্থানে থেকেও ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পরে গেলো এবারের আসরের ফেভারিট ক্রোয়েশিয়া;যদিও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন-ইতালির সাথে ক্রোয়েশিয়া ও আলবেনিয়া কে নিয়ে  বি-গ্রুপটি ছিল এবারের ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ। অবশ্য ইতালির সাথে গ্রুপের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে লুকা মদ্রিচের গোলে জয়ের সুবাতাস পাচ্ছিলো ক্রোয়েশিয়া;কিন্তু ম্যাচের ইনজুরি টাইমের শেষ মুহূর্তের দুর্দান্ত এক গোলে ড্র করে ইতালি।যার ফলে ইতালি গ্রুপ রানারআপ হয়ে সরাসরি শেষ ষোলতে উঠলেও ২ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়াকে অন্য গ্রুপের দলগুলোর দিকে চেয়ে থাকতে হয়েছিলো;কিন্তু শেষমেষ সে আশাও গুড়ে বালি হলো।

বি-গ্রুপ থেকে প্রতিটা ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে এবারের ইউরোর অন্যতম শিরোপার দাবিদার স্পেন।

এছাড়াও আরেক ফেভারিট দল নেদারল্যান্ডস ডি-গ্রুপ থেকে তৃতীয় স্থান হলেও ক্রোশিয়ার মত কপাল পুড়েনি;তারা ৪ পয়েন্ট নিয়ে শেষমেষ নক আউট পর্বে কোয়ালিফাই করলো।যদিও তারা শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায়। যার ফলে হট ফেভারিট ফ্রান্সকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রিয়া, আর দ্বিতীয় হয় ফ্রান্স।

এফ-গ্রুপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুাগাল শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে অঘটনের স্বীকার হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে। সমান ৬ পয়েন্ট নিয়েও পর্তুগালের থেকে গোল ব্যবধানে পিছিয়ে এফ- গ্রুপের দ্বিতীয় স্থান নিয়ে নকআউট কোয়ালিফাই করে তুরস্ক।আর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে চমক দেওয়া জর্জিয়া ৪ পয়েন্ট নিয়ে  তৃতীয় স্থান হয়ে নকআউটে উঠে।

এ-গ্রুপ থেকে সমান ৩ পয়েন্ট নিয়েও সি-গ্রুপের স্লোভেনিয়ার কাছে গোল ব্যবধানে বাদ পড়লো হাঙ্গেরি। অবশ্য এ-গ্রুপ থেকে স্বাগতিক জার্মানি ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়;আর শেষ ম্যাচে জার্মানিকে ১-১ গোলে রুখে দেওয়া সুইজারল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান হয়ে নকআউট কোয়ালিফাই করে। 

এছাড়াও সি-গ্রুপ থেকে প্রথম ৩ টি দলই নকআউট  কোয়ালিফাই করে।এবারের আসরের ফেভারিট ইংল্যান্ড ১জয় ও ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়; এছাড়াও ৩ ড্রয়ে সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় হয় ডেনমার্ক ও স্লোভেনিয়া। 

এবারের ইউরোর শেষ মুহূর্তে কিছু চমক সৃষ্টি করেছে  ই- গ্রুপ।কেননা গ্রুপটিতে প্রতিটি দলের পয়েন্ট সমান ৪ করে।যার ফলে ১ম,২য় ও ৩য় নির্ধারিত হয়েছে গোল ব্যবধানের মাধ্যমে।গ্রুপ চ্যাম্পিয়ন হয় রোমানিয়া, ২য় বেলজিয়াম ও ৩য় স্লোভাকিয়া।যার ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পরে যায় ইউরো অন্যতম দল ইউক্রেন।যদিও গ্রুপটিতে সেরা তারকা খচিত ফেভারিট বেলজিয়াম নিজেদের সেরাটা প্রমান করতে পারেনি।

শেষ ষোলোয় মুখোমুখি দলগুলো:

ইউরোর এবারের আসরের শেষ ষোলোয় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ইতালি।জার্মানির বার্লিনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিন দিবাগত রাত ১ টায় সিগনাল ইদুনা পার্কে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও ডেনমার্ক।

পরের ম্যাচে শেষ ষোলোয় মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্লোভাকিয়া। ভ্যালটিন্স অ্যারেনা স্টেডিয়ামে  ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিন দিবাগত রাত ১ টায়  মুখোমুখি হবে হট ফেভারিট  স্পেন ও জর্জিয়া।

এছাড়াও এসপ্রিরিট অ্যারেনায়  ০১ জুলাই বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে ফেভারিট ফ্রান্স ও বেলজিয়াম। একই দিন দিবাগত রাত ১ টায়  মুখোমুখি হবে ফেভারিট পর্তুগাল ও স্লোভেনিয়া।

পরের ম্যাচে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়  ০২ জুলাই বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে রোমানিয়া ও নেদারল্যান্ডস। একই দিন দিবাগত রাত ১ টায় রেডবুল অ্যারেনায় মুখোমুখি হবে অস্ট্রিয়া ও তুরস্ক।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গ্রুপ পর্ব শেষে ইউরোর শেষ ষোলোয় কারা উঠলো

আপডেট: ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

ছবি:সংগৃহীত 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের এবারের আসরের  গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে ১৬টি দল নক আউট পর্বে উঠলো; এদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে জার্মানি, স্পেন, ইংল্যান্ড, অস্ট্রিয়া,রোমানিয়া ও পর্তুগাল।আর গ্রুপ রানারআপ হয়ে উঠেছে সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ক। আর শেষ ষোলোয়ের বাকি ৪ দল নির্ধারিত হয়েছে ৬টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা ৬টি দলের  পয়েন্ট ও গোল ব্যবধানের উপর ভিত্তি করে।সে হিসেবে বাকি ৪ টি দল হলো স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া ও জর্জিয়া।

যার ফলে বি-গ্রুপের তৃতীয় স্থানে থেকেও ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পরে গেলো এবারের আসরের ফেভারিট ক্রোয়েশিয়া;যদিও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন-ইতালির সাথে ক্রোয়েশিয়া ও আলবেনিয়া কে নিয়ে  বি-গ্রুপটি ছিল এবারের ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ। অবশ্য ইতালির সাথে গ্রুপের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে লুকা মদ্রিচের গোলে জয়ের সুবাতাস পাচ্ছিলো ক্রোয়েশিয়া;কিন্তু ম্যাচের ইনজুরি টাইমের শেষ মুহূর্তের দুর্দান্ত এক গোলে ড্র করে ইতালি।যার ফলে ইতালি গ্রুপ রানারআপ হয়ে সরাসরি শেষ ষোলতে উঠলেও ২ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়াকে অন্য গ্রুপের দলগুলোর দিকে চেয়ে থাকতে হয়েছিলো;কিন্তু শেষমেষ সে আশাও গুড়ে বালি হলো।

বি-গ্রুপ থেকে প্রতিটা ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে এবারের ইউরোর অন্যতম শিরোপার দাবিদার স্পেন।

এছাড়াও আরেক ফেভারিট দল নেদারল্যান্ডস ডি-গ্রুপ থেকে তৃতীয় স্থান হলেও ক্রোশিয়ার মত কপাল পুড়েনি;তারা ৪ পয়েন্ট নিয়ে শেষমেষ নক আউট পর্বে কোয়ালিফাই করলো।যদিও তারা শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায়। যার ফলে হট ফেভারিট ফ্রান্সকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রিয়া, আর দ্বিতীয় হয় ফ্রান্স।

এফ-গ্রুপ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুাগাল শেষ ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে অঘটনের স্বীকার হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে। সমান ৬ পয়েন্ট নিয়েও পর্তুগালের থেকে গোল ব্যবধানে পিছিয়ে এফ- গ্রুপের দ্বিতীয় স্থান নিয়ে নকআউট কোয়ালিফাই করে তুরস্ক।আর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে চমক দেওয়া জর্জিয়া ৪ পয়েন্ট নিয়ে  তৃতীয় স্থান হয়ে নকআউটে উঠে।

এ-গ্রুপ থেকে সমান ৩ পয়েন্ট নিয়েও সি-গ্রুপের স্লোভেনিয়ার কাছে গোল ব্যবধানে বাদ পড়লো হাঙ্গেরি। অবশ্য এ-গ্রুপ থেকে স্বাগতিক জার্মানি ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়;আর শেষ ম্যাচে জার্মানিকে ১-১ গোলে রুখে দেওয়া সুইজারল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান হয়ে নকআউট কোয়ালিফাই করে। 

এছাড়াও সি-গ্রুপ থেকে প্রথম ৩ টি দলই নকআউট  কোয়ালিফাই করে।এবারের আসরের ফেভারিট ইংল্যান্ড ১জয় ও ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়; এছাড়াও ৩ ড্রয়ে সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় হয় ডেনমার্ক ও স্লোভেনিয়া। 

এবারের ইউরোর শেষ মুহূর্তে কিছু চমক সৃষ্টি করেছে  ই- গ্রুপ।কেননা গ্রুপটিতে প্রতিটি দলের পয়েন্ট সমান ৪ করে।যার ফলে ১ম,২য় ও ৩য় নির্ধারিত হয়েছে গোল ব্যবধানের মাধ্যমে।গ্রুপ চ্যাম্পিয়ন হয় রোমানিয়া, ২য় বেলজিয়াম ও ৩য় স্লোভাকিয়া।যার ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পরে যায় ইউরো অন্যতম দল ইউক্রেন।যদিও গ্রুপটিতে সেরা তারকা খচিত ফেভারিট বেলজিয়াম নিজেদের সেরাটা প্রমান করতে পারেনি।

শেষ ষোলোয় মুখোমুখি দলগুলো:

ইউরোর এবারের আসরের শেষ ষোলোয় প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ইতালি।জার্মানির বার্লিনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিন দিবাগত রাত ১ টায় সিগনাল ইদুনা পার্কে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও ডেনমার্ক।

পরের ম্যাচে শেষ ষোলোয় মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্লোভাকিয়া। ভ্যালটিন্স অ্যারেনা স্টেডিয়ামে  ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিন দিবাগত রাত ১ টায়  মুখোমুখি হবে হট ফেভারিট  স্পেন ও জর্জিয়া।

এছাড়াও এসপ্রিরিট অ্যারেনায়  ০১ জুলাই বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে ফেভারিট ফ্রান্স ও বেলজিয়াম। একই দিন দিবাগত রাত ১ টায়  মুখোমুখি হবে ফেভারিট পর্তুগাল ও স্লোভেনিয়া।

পরের ম্যাচে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়  ০২ জুলাই বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে রোমানিয়া ও নেদারল্যান্ডস। একই দিন দিবাগত রাত ১ টায় রেডবুল অ্যারেনায় মুখোমুখি হবে অস্ট্রিয়া ও তুরস্ক।

 

শেয়ার করুন