১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আমাদের সাহস অনেক বেড়ে গেছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট: ১১:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 29

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেলের মতো দৃশ্যমান উন্নয়ন ছাড়াও আমাদের অদৃশ্য যে উন্নয়ন হয়েছে তা হলো আমাদের সাহস। আমাদের সাহস অনেক বেড়ে গেছে। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা নিজের টাকায় পদ্মা সেতু, নদীর তলদেশে টানেল করেছি।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ১৫ বছরে বাংলাদেশকে গ্লোবাল স্টেজে নিয়ে গেছেন। এর ফলে পাশ্চাত্যের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়ে যাচ্ছে, শিক্ষার হার বেড়ে যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে। তাই পশ্চিমারা নিয়ে আসছে ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এসব বিষয়। তারপারও আমরা যদি দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর সবই নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমাদের সুশীল সমাজ সরকারের অগ্রগতি সামনে আনে না। বৃহত্তর পরিসরে সরকারের অর্জন ঢেকে রেখে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এসব তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এক্ষেত্রে আমরা জয়ী হব।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আমাদের সাহস অনেক বেড়ে গেছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট: ১১:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেলের মতো দৃশ্যমান উন্নয়ন ছাড়াও আমাদের অদৃশ্য যে উন্নয়ন হয়েছে তা হলো আমাদের সাহস। আমাদের সাহস অনেক বেড়ে গেছে। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা নিজের টাকায় পদ্মা সেতু, নদীর তলদেশে টানেল করেছি।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ১৫ বছরে বাংলাদেশকে গ্লোবাল স্টেজে নিয়ে গেছেন। এর ফলে পাশ্চাত্যের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়ে যাচ্ছে, শিক্ষার হার বেড়ে যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে। তাই পশ্চিমারা নিয়ে আসছে ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এসব বিষয়। তারপারও আমরা যদি দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর সবই নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমাদের সুশীল সমাজ সরকারের অগ্রগতি সামনে আনে না। বৃহত্তর পরিসরে সরকারের অর্জন ঢেকে রেখে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এসব তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এক্ষেত্রে আমরা জয়ী হব।

শেয়ার করুন