০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইউএনএ ডেস্ক
- আপডেট: ০৫:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 21
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবির সংগৃহীত
জাতির উদ্দেশে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী কোটাসহ সমসাময়িক ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এর মধ্যে গত মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন প্রাণ হারিয়েছেন।