১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের জনগণই আমার আপনজন: শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ০২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 35

আজ  (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেবো।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে, এই দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে দেশ গঠনের জন্য আমরন লড়াই করেছেন। দেশের জনগনের মুখে হাসি ফুটানোর জন্য তিনি আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জনসভায় আমি বলেছিলাম, বাংলাদেশের জনগণই আমার পরিবার। বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছিলেন, যেভাবে আমার মা, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, আমিও আমার বুকের রক্ত ঢেলে দেবো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

আমার চলার পথে, প্রতি পদে পদে বাধা।  সেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমাদের কত নেতাকর্মী জীবন দিয়েছে। কত রকম অত্যাচার, নির্যাতন সহ্য করে এবং রাজপথে সংগ্রাম করে জনগনের ভালোবাসায় আমরা ক্ষমতায় ফিরতে পেরেছি।

কোনো জায়গা থেকেই আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাদের একমাত্র শক্তি মানুষের সমর্থন। মানুষের ভালোবাসাই হলো আমাদের প্রেরণা।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

আজ (১৪ ফেব্রুয়ারি)  গনভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা  সংরক্ষিত মহিলা আসনে মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাদেশের জনগণই আমার আপনজন: শেখ হাসিনা

আপডেট: ০২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

আজ  (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেবো।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে, এই দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে দেশ গঠনের জন্য আমরন লড়াই করেছেন। দেশের জনগনের মুখে হাসি ফুটানোর জন্য তিনি আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জনসভায় আমি বলেছিলাম, বাংলাদেশের জনগণই আমার পরিবার। বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছিলেন, যেভাবে আমার মা, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, আমিও আমার বুকের রক্ত ঢেলে দেবো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

আমার চলার পথে, প্রতি পদে পদে বাধা।  সেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমাদের কত নেতাকর্মী জীবন দিয়েছে। কত রকম অত্যাচার, নির্যাতন সহ্য করে এবং রাজপথে সংগ্রাম করে জনগনের ভালোবাসায় আমরা ক্ষমতায় ফিরতে পেরেছি।

কোনো জায়গা থেকেই আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাদের একমাত্র শক্তি মানুষের সমর্থন। মানুষের ভালোবাসাই হলো আমাদের প্রেরণা।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

আজ (১৪ ফেব্রুয়ারি)  গনভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা  সংরক্ষিত মহিলা আসনে মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন