যাত্রীদের সুবিধার্থে শিডিউল পরিবর্তিত হয়েছে মেট্রোরেলে

- আপডেট: ১১:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 40
শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল থেকে যাত্রীদের সুবিধার জন্য ‘পিক আওয়ারে’ ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলা শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।
নতুন সময় অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিলের দিকে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত সময়কে এই ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করা হবে। একইভাবে উত্তরা-মতিঝিল বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা এবং মতিঝিল-উত্তরা বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ারের সময়।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ২ লাখ ৭০ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করে। এই হিসেবে প্রতি ট্রেনে যাত্রী থাকে গড়ে ১ হাজার ৭৫০ জন। ট্রেন চলাচল বাড়ানোর কারণে প্রতি ট্রেনে দেড় হাজারের মতো যাত্রী যাতায়াত করতে পারবে।
তিনি বলেন, পিক আওয়ারের সময় ছাড়াও উত্তরা থেকে মতিঝিলের দিকে সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা গন্তব্যে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ‘স্পেশাল পিক আওয়ার’ হিসেবে বিবেচিত হবে। এ সময় ১০ মিনিট পরপর ট্রেন চলবে। অর্থাৎ এ সময়ে আগে দুটি ট্রেন চলাচল করতো। শনিবার থেকে এই সময়ে ট্রেন চলবে তিনটি।
এছাড়া অফ পিক আওয়ারে ট্রেন চলবে ১২ মিনিট পরপর। মেট্রোরেলের নতুন সূচি অনুযায়ী, এ সময় উত্তরা থেকে মতিঝিলের দিকে বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বেলা ৩টা ১২ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বেলা ৩টা ৫২ মিনিট পর্যন্ত।