বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনী বক্তব্যকে স্বাগত জানিয়েছে

- আপডেট: ১২:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 20
ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, দেশবাসী একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।
মির্জা আব্বাস আরও উল্লেখ করেন,গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা অত্যন্ত জরুরি।
অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৫ সালের শেষভাগ বা ২০২৬ সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তিনি সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।