ইসলামপুরে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

- আপডেট: ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 112
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি – ইউএনএ
জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ।
বৃহস্পতিবার (১ মে) উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শ্রমজীবীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।এ সময় অন্যান্যদের মাঝে আরও রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা পরিবেশ ও শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম প্রমুখ।
এসময় শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে বর্তমান সরকার প্রধানের দৃষ্টি কামনা করেন।




















