০৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ১২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 49

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে। এ ছাড়া ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড়ার চিন্তা-ভাবনা রয়েছে দলটিতে। সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চান নেতারা।

গত মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছেন তারেক রহমান। এর অংশ হিসেবে তাঁর তত্ত্বাবধানে ইতোমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে। দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছেন তিনি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া খোঁজ নিতে পারেন সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমেও। যদিও এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

পাশাপাশি এখন আসনভিত্তিক প্রার্থীদেরও মতামত নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতার মাধ্যমে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। সব কিছু মিলিয়ে দলীয় প্রার্থী বাছাই করবেন তারেক রহমান। এ বাছাইয়ের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রাম বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার চমকও আসতে পারে। সে ক্ষেত্রে সারাদেশে শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে।

হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারও তাদের পাশে থাকবে বিএনপি। এ লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে জেলা সদর ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন প্রত্যেক উপজেলা-থানা-পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামন্দির-মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে। এই বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং টিমের সদস্যদের সতর্ক থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন বিএনপির নীতিনির্ধারকরা। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানান।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে যে বক্তব্য তিনি রেখেছেন তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়।

বৈঠক সূত্রে জানা যায়, এ প্রসঙ্গটি স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বক্তব্য রাখলে তাঁর সঙ্গে স্থায়ী কমিটি একমত পোষণ করে।

স্থায়ী কমিটির বৈঠকের পরদিন গতকাল বুধবার মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় বিএনপি। দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুলের নামে ভারতীয় পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া।

বৈঠকে মির্জা ফখরুল (ভার্চুয়াল) ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি

আপডেট: ১২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে। এ ছাড়া ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড়ার চিন্তা-ভাবনা রয়েছে দলটিতে। সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চান নেতারা।

গত মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছেন তারেক রহমান। এর অংশ হিসেবে তাঁর তত্ত্বাবধানে ইতোমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে। দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছেন তিনি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া খোঁজ নিতে পারেন সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমেও। যদিও এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

পাশাপাশি এখন আসনভিত্তিক প্রার্থীদেরও মতামত নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতার মাধ্যমে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। সব কিছু মিলিয়ে দলীয় প্রার্থী বাছাই করবেন তারেক রহমান। এ বাছাইয়ের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রাম বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার চমকও আসতে পারে। সে ক্ষেত্রে সারাদেশে শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে।

হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারও তাদের পাশে থাকবে বিএনপি। এ লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে জেলা সদর ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন প্রত্যেক উপজেলা-থানা-পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামন্দির-মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে। এই বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং টিমের সদস্যদের সতর্ক থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন বিএনপির নীতিনির্ধারকরা। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানান।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে যে বক্তব্য তিনি রেখেছেন তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়।

বৈঠক সূত্রে জানা যায়, এ প্রসঙ্গটি স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বক্তব্য রাখলে তাঁর সঙ্গে স্থায়ী কমিটি একমত পোষণ করে।

স্থায়ী কমিটির বৈঠকের পরদিন গতকাল বুধবার মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় বিএনপি। দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুলের নামে ভারতীয় পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া।

বৈঠকে মির্জা ফখরুল (ভার্চুয়াল) ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

শেয়ার করুন