ঈশ্বরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট, মামলা দায়ের

- আপডেট: ০৬:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 57
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দোকানে হামলা ভাংচুর লুটপাট করে নগদ ৫লাখ টাকা নেয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাতে এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, উপজেলা জাটিয়া ইউনিয়নের জাটিয়া বাজরের বিকাশ এজেন্ট ও মনিহারি দোকান ফয়সাল ষ্টোর এন্ড টেলিকমে শনিবার রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে নগদ ৫লাখ টাকা নিয়ে যায় দূবৃত্তরা। এই ঘটনার দিন রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শণ করেছে।
দোকান মালিক রিপন মিয়া জানান, বিকাশ ও ব্যবসার ক্যাশ বাক্সে রক্ষিত ৫ লাখ টাকা হামলা চালিয়ে নিয়ে যায়। এসময় ছেলে ফয়সালসহ ২জনকে পিটিয়ে আহত করে। পরে তাদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা করা হয়। এঘটনায় দোকান মালিক রিপন মিয়ার ভাই রোকন মিয়া বাদি হয়ে হাড়িশ্বর গ্রামের বাবুল মিয়া (২৪) সজিব মিয়া (২২) এবং জাটিয়া গ্রামের শাহিন মিয়া (২৪) তুষার মিয়া (১৯) নাদিম মিয়া (১৮) হানিফ মিয়া (২৬)সহ অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে




















