০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

তামিমসহ বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন যে ১৫ জন

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৩:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 55

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছে। গুঞ্জন সত্যি করে, সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তার প্যানেলের অধিকাংশ সদস্য।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, বুধবার (১ অক্টোবর) সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল সোয়া দশটার দিকে তামিম ইকবাল তার প্যানেলের সদস্য রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামানসহ অন্যদের নিয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তারা রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

তবে তামিম ইকবালের প্যানেল থেকে দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। তারা হলেন ইসতিয়াক সাদেক এবং শানিয়ান তানিম।

বিসিবি নির্বাচন থেকে যারা মনোনয়ন প্রত্যাহার করলেন:

১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

বিষয় : তামিম ইকবাল বিসিবি নির্বাচন

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তামিমসহ বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন যে ১৫ জন

আপডেট: ০৩:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছে। গুঞ্জন সত্যি করে, সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তার প্যানেলের অধিকাংশ সদস্য।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, বুধবার (১ অক্টোবর) সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল সোয়া দশটার দিকে তামিম ইকবাল তার প্যানেলের সদস্য রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামানসহ অন্যদের নিয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তারা রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

তবে তামিম ইকবালের প্যানেল থেকে দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। তারা হলেন ইসতিয়াক সাদেক এবং শানিয়ান তানিম।

বিসিবি নির্বাচন থেকে যারা মনোনয়ন প্রত্যাহার করলেন:

১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

বিষয় : তামিম ইকবাল বিসিবি নির্বাচন

শেয়ার করুন