রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ

- আপডেট: ০৩:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 113
বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায়, এশিয়া রাগবির সহযোগিতায়, ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি এর পৃষ্ঠপোষকতায়“বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ-২০২৫ উপলক্ষে আজ ২২ শে নভেম্বর ( শনিবার ) জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ সভাপতি ও চিফ এডভাইজর মোঃ আনিসুজ্জামান, সাধারন সম্পাদক ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান আখতার উজ জামান, টুর্নামেন্ট পরিচালক ও সাউথ এশিয়ান ডেভেলপম্যান্ট কনসালটেন্ট মাহফিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় রাগবি দলের ম্যানেজার এস আই এম ফেরদৌউস আলম, সদস্য মোঃ সোরওয়ার রকিব, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আশরাফ উদ্দিন,আজমিরা আকতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হোটেল বেঙ্গল ব্লুবেরীর সিনিয়র এক্সিকিউটিভ শিমুর আফরোজ খান এবং সফরকারী নেপাল রাগবি দলের ম্যানেজার গোপাল ছেত্রী, টিম ক্যাপ্টেন ও কোচ সহ আরো অনেকে।
সংবাদ সম্মেলন শেষে দুই দলের মধ্যকার টিম ক্যাপ্টেন দের নিয়ে ফটোসেশন করা হয়। আন্তর্জাতিক রাগবি সিরিজটি আগামীকাল ২৩শে নভেম্বর, দুপুর দুইটা এবং বিকাল চারটার সময়ে সেভেনস সাইড ২টি ম্যাচ এবং ২৪ নভেম্বর, ফিফটিন সাইড ১টি ম্যাচ জাতীয় স্টেডিয়াম,ঢাকায় অনুষ্ঠিত হবে।






















