০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন

ইউএনএ নিউজ
  • আপডেট: ০১:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 16

ফাইল ছবি 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার ( ২৪ নভেম্বর ) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেয়।এর আগে একই মামলায় গত ৬ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্ম। তবে সকাল ১১টার কিছু পর ওই আলোচনা সভা ‘জুলাই যোদ্ধাদের’ প্রতিরোধের মুখে পণ্ড হয়ে যায়।

এ প্ল্যাটফর্মের সমন্বয় করছিলেন গণফোরামের নেতা অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের। তবে তিনি সেখানে ছিলেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোচনা সভায় বক্তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং জুলাই আন্দোলনের ‘সমালোচনা করে বক্তব্য’ দেন।

আলোচনা সভার এক পর্যায়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সচিব আবু আলম শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন

আপডেট: ০১:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ফাইল ছবি 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার ( ২৪ নভেম্বর ) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেয়।এর আগে একই মামলায় গত ৬ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্ম। তবে সকাল ১১টার কিছু পর ওই আলোচনা সভা ‘জুলাই যোদ্ধাদের’ প্রতিরোধের মুখে পণ্ড হয়ে যায়।

এ প্ল্যাটফর্মের সমন্বয় করছিলেন গণফোরামের নেতা অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের। তবে তিনি সেখানে ছিলেন না।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোচনা সভায় বক্তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং জুলাই আন্দোলনের ‘সমালোচনা করে বক্তব্য’ দেন।

আলোচনা সভার এক পর্যায়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সচিব আবু আলম শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল জনতা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন