বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজ-২০২৫ সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

- আপডেট: ০৪:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 58
বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজে বিজয়ী নেপাল দল / ইউএনএ
বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর ব্যবস্থাপনায়, এশিয়া রাগবির সহযোগিতায় ও ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসির পৃষ্ঠপোষকতায় ১৫ সাইড ম্যাচ দিয়ে বাংলাদেশ-নেপাল আন্তজার্তিক রাগবি সিরিজ-২০২৫এর সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান আজ (২৪শে নভেম্বর ) সকাল ১১টায় জাতীয় স্টেডিয়াম,ঢাকায় অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক রাগবি সিরিজের ৩য় ও শেষ ম্যাচে আজ সকাল ৯ টায় সিরিজের ৩য় ও শেষ ম্যাচে (ফিফটিন সাইড) বাংলাদেশ জাতীয় রাগবি দল ২৫-১৭ পয়েন্টে নেপাল রাগবি দলকে পরাজিত করে। ৩ ম্যাচ সিরিজের নেপাল রাগবি ২-১ সিরিজ জয় করে। প্রথমার্ধে বাংলাদেশ রাগবি ৮-৭ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে আনোয়ার উজ জামান ১০ পয়েন্ট এবং নেপাল রাগবির পক্ষে অনিল মাঝি ২০ পয়েন্ট অর্জন করে।

আন্তর্জাতিক রাগবি সিরিজের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী নেপাল রাগবি ও বিজিত বাংলাদেশ রাগবি দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া শাখা-১) সেলিম ফকির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল রাগবি দলের সাধারন সম্পাদক জনাব গোবিন্দ গিমির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন, সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান, আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারন সম্পাদক ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান আখতার উজ জামান, টুর্নামেন্ট পরিচালক ও এশিয়ান রাগবি ডেভেলপম্যান্ট কনসালটেন্ট মাহফিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় রাগবি দলের ম্যানেজার এস আই এম ফেরদৌউস আলম, সদস্য মোঃ সোরওয়ার রকিব,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ আশরাফ উদ্দিন, আজমিরা আকতার, রাবিদ ইসলাম, তানভীর হোসেন আপন সহ অনেকে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি জনাব আব্দুল্লাহ আল জহির স্বপন ।






















