০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৭:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 42

জামালপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : ইউএনএ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন করেছেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ছানোয়ার হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী, জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলম শরীফ খান, জেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং খামারীবৃন্দ।

সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ২ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর সমাপনী ঘোষণা করা হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

আপডেট: ০৭:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

জামালপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : ইউএনএ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন করেছেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ছানোয়ার হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী, জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলম শরীফ খান, জেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং খামারীবৃন্দ।

সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ২ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর সমাপনী ঘোষণা করা হবে।

শেয়ার করুন