কেন্দুয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

- আপডেট: ০৭:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 25
নেত্রকোনার কেন্দুয়ার দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : ইউএনএ
নেত্রকোনার কেন্দুয়ার দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া– কেন্দুয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। দোয়া মাহফিলে দুলাল ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, কেন্দুয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান রাসেল, মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খুকুমনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান ভূইয়া রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবীর, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল, পৌর যুবদলের সদস্য মোঃ সবুজ খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাফিন আহমেদ ভূইয়া, কেন্দুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আরমানুল হক সিয়াম।
এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী মাহফিলে অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।























