০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬
মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০৩:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 13
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় টিনের ঘরে আগুন লাগার খবর পাওয়া গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করছেন।
ট্যাগ :



















